গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় প্রধান ঘোষিত "রাস্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন" অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বারিষাব ইউনিয়নের গিয়াসপুর সংলগ্ন মাঠে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ স্বাগত বক্তব্য রাখেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। পরে প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ সহ মৃত নেতাদের নামে শোক প্রস্তাব ও দোয়া করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সিদ্দিক হোসাইন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ ম মমতাজ উদ্দিন রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের সহস্রাধিক তৃণমূল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে বিএনপিকে আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার তাগাদা দেন। দলীয় নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে আরো বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত এবং নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী মো.ইকবাল হোসেন শেখ, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু।
আরো বক্তব্য রাখেন, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন মনসুর ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির প্রমুখ ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "রাস্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে" এ সময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা মেজবাহ উদ্দিন, মীর মাসুদ করিম, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ। এছাড়া প্রতিনিধি সম্মেলনে উপজেলা বিএনপির ১১ টি ইউনিটের সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল, মহিলা দল, ওলামা দলের বিপুল সংখ্যক তৃণমূল নেতৃবৃন্দ লটারির মাধ্যমে বক্তব্য প্রদান করেন।
কেকে/এআর