শনিবার, ১ মার্চ ২০২৫,
১৭ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ১ মার্চ ২০২৫
শিরোনাম: ৪৫ দিনের মধ্যে শুরু হবে শেখ হাসিনার বিচার কাজ      রমজানে চলবে ‘অলআউট অ্যাকশন’: ডিবিপ্রধান      চকরিয়া থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ      জানা গেল শিল্পকলা মহাপরিচালকের পদত্যাগের কারণ      ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়, হয়নি চুক্তি      অবাধ ও সুষ্ঠু ইম্পার্শিয়াল নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি: ধর্ম উপদেষ্টা      রোজায় ভোগাবে যানজট      
গ্রামবাংলা
মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১২
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:৫০ পিএম  (ভিজিটর : ৬৮)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কারখানায় ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাটুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-সরঞ্জামও উদ্ধার করা হয়।

শনিবার (১ মার্চ) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন— মো. লাল চান (৪১), মো. রাসেল ওরফে আলামিন (২৬), মো. মোকাদ্দেছ (৬১), হৃদয় হাসান (১৯), মো. কাউছার (২৬), মো. জাহাঙ্গীর আলী (২৫), জাহিদ হাসান (৩৫), মো. আবু সাইদ (৫০), স্বপন মিয়া (২০), সাজেদুল শেখ (৩৫), লিয়াকত আলী (৫৪) ও আসামি শরিফ।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি রাতে কারখানার কর্মচারীরা খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে ২০ থেকে ২৫ জন মুখোশধারী ডাকাত নিরাপত্তা প্রাচীর টপকে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দেশীয় অস্ত্রের মুখে কারখানার কর্মচারীদের হাত-পা বেঁধে ফেলে এবং ফিনিশিং ফ্লোরে থাকা ডাইং পলিব্যাগ ও নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়। এর পর রাত সোয়া ৪টার দিকে এক কর্মচারী কৌশলে হাতের বাঁধন খুলে ঢাকায় অবস্থানরত কারখানার ম্যানেজার মো. সাহেব আলীকে ফোন করে বিষয়টি জানান।

ঘটনার পর দিন রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ডিজিএম (প্রশাসন) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

রাইজিং কারখানার ডিজিএম কলিমউদ্দিন বলেন, ডাকাতির ঘটনার পরে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর পর পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ শুরু করে। শুনেছি বেশ কয়েকজন ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে আমরা আশা করি এই ধরনের ঘটনা আগামীতে আর ঘটবে না। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের শিগগির গ্রেফতার করা হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সাদা চিনি বিষ, দেশীয় গুড়ের উৎপাদন বাড়াতে হবে: জাকির হোসেন
রমজানে ক্ষমা লাভের তিন সুযোগ
৪৫ দিনের মধ্যে শুরু হবে শেখ হাসিনার বিচার কাজ
গাজীপুরে শালবন থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
রমজানে চলবে ‘অলআউট অ্যাকশন’: ডিবিপ্রধান

সর্বাধিক পঠিত

নজরুল হলে আতঙ্কের রাত
শিক্ষা ও সাংবাদিকতায় সম্মাননা পেলেন ওয়ালিয়ার রহমান
মনোহরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল ২ হাজার রোগী
কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিলে ব্যারিস্টার অমির শোডাউন
নোবিপ্রবিতে প্রথমবারের মতো ম্যারাথন অনুষ্ঠিত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝