সালো নাদিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় কুমিল্লার নগরীর চর্থা এলাকার বাসিন্দা মোতাসিম বিল্লাহর(৬৩) সাথে। সে পরিচয় থেকে প্রেম। ৫ বছর পর প্রেমের পূর্ণতা দিতে ইউক্রেন থেকে বাংলাদেশের কুমিল্লায় এসেছেন এ নারী।
৫০ বছর বয়সী এই নারী একজন সাইকোলজিস্ট। গেলো ১৯ ফেব্রুয়ারি সালো নাদিয়া বাংলাদেশে আসেন। তার ছোট দু’বোন আছে একজন শিক্ষিকা আরেকজন ডাক্তার।
সালো নাদিয়া বলেন, বাংলাদেশি পোষাক তার প্রিয়। তিনি রসমলাই খেতে পছন্দ করেন। কুমিল্লার গোমতী নদী, ধর্মসাগর তার ভালো লেগেছে। তবে অতিরিক্ত ঝাল দিয়ে রান্না তার ভালো লাগে না।
মোতাসিম বিল্লাহ চৌধুরী বলেন, গেলো ২৫ ফেব্রুয়ারি বিয়ে করেছেন। তার স্ত্রী নাদিয়া বাংলা জানেন না উল্লেখ করে বিল্লাহ জানান, তিনি ধীরে ধীরে সব শিখিয়ে দেবেন।
নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব বলেন, মোতাসিম বিল্লাহ সম্পর্কে তার চাচা। তার কাছে ইউক্রেন থেকে প্রেমের টানে ছুটে এসেছেন সালো নাদিয়া। তিনি ভালো মনের একজন মানুষ। আমাদের সংস্কৃতির সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন।
কেকে/এআর