চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. ফারুক হোসেন তাপাদারকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের (হাইকোর্ট বিভাগের মর্যাদায়) সরকার পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) কর্তৃক ২৩/০২/২০২৫ খ্রি. তারিখে জারিকৃত নং সলিসিটর/প্রশাসনিক ট্রাইব্যুনাল/৭০/০৯-৩১ নং বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।
মো. ফারুক হোসেন তপাদার ১৯৮৯ সালে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির মাধ্যমে আইন অঙ্গনে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুমোদনপ্রাপ্ত হয়ে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালের ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল বার এসোসিয়েশনের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। পাশাপাশি মানবিক এ আইনজীবী অসচ্ছল পরিবারকে নাম মাত্র ফি তে এবং গরীব অসহায় মানুষের ফ্রি আইনি সহায়তা দিয়ে থাকেন।
বর্তমানে বাংলাদেশ ওয়াকিং ক্লাবের প্রেসিডেন্ট এবং সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ ইয়ার্স এসোসিয়েশন (সুপ্রিম কোর্ট) শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
কেকে/এআর