মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন      কোনো অভ্যুত্থান বা বিপ্লব ৩৬ দিনে হয় না: রুমিন ফারহানা      সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা      বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি      আমরা এমন পৃথিবী গড়ি, যেখানে কেউ দরিদ্র থাকবে না: ড. ইউনূস      দেশের ভূখণ্ডে আরকান আর্মি, জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন      শীর্ষ পর্যায়ে পদ পাচ্ছে স্বৈরাচারের দোসররা       
গ্রামবাংলা
রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ইমামের মরদেহ উদ্ধার
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৫:১৯ পিএম  (ভিজিটর : ১২২)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাইরুল ইসলাম নামে এক মসজিদ ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

৫৮ বছর বয়সি খাইরুল ইসলাম নেকমরদ ইউনিয়নের ভবান্দপুর গ্রামের মৃত আশিরউদ্দীনের ছেলে। খায়রুল ইসলাম নেকমরদ বাজারের একটি মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি একটি হাসকিং মিলে নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করতেন। তিনি ২ মেয়ে ১ ছেলে সন্তানের জনক।

জানা গেছে, খাইরুল ইসলাম নেকমরদ দুর্ল্লভপুর গ্রামের সামসুদ্দিনের হাসকিং মিলে ২ বছর ধরে  নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করতেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের মতো মিলে এসেছিলেন। শনিবার সকালে তার মরদেহ মিল থেকে পশ্চিমে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টাক্ষেতে হাত পা বাধা অবস্থায় স্থানীয় এক কৃষক তার ভুট্টা খেতে দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজনকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল নির্ণয় করে। এদিকে মিলে মূল্যবান কোনো জিনিসপত্র না হারালেও মিলের মূল গেটের তালা ভাঙ্গা পাওয়া যায় বলে জানান মিলের মলিক সামসুদ্দিন।

নিহতের ভাতিজা গোলাম রব্বানী বলেন, ওই মিল চাতালে নিয়মিত কিছু মাদকসেবী সেখানে মাদকদ্রব্য নিয়ে আড্ডা দিত। তাদের বাধা দিলে মাদকসেবীরা প্রায়সময় খায়রুলকে ভয়ভীতি দেখাত। আজ সকালে চাচাকে হাসকিং মিলের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হাত বাধা মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।

স্থানীয়রা ধারণা করছেন, কোনো সন্ত্রাসীদল এখানে ডাকাতি করতে এসেছিল। তবে সেই ডাকাতদলকে এই নৈশ্যপ্রহরী চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠ তদন্ত দাবি করেছেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, শনিবার সকালে ভুট্টাক্ষেতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ সেখানে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের ক্ষত পাওয়া গেছে। সিআইডিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা বিভিন্ন তদন্ত করছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কেকে/এএম











মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সাঁওতাল সম্প্রদায়ের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন
ফুলবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
সালথায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
কিশোরগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার দুই

সর্বাধিক পঠিত

খোলা কাগজে সংবাদ প্রকাশের ৫ ঘণ্টার মধ্যে কোটি টাকা ফেরত দিলেন মেয়র
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে ছোট ভাইয়ের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, বিক্ষোভকারীদের ওপর বিএনপির হামলা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close