চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১ মার্চ) ভোর রাতে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া মো. আ. ফরহান পিয়াল (২৫) এর গরুর ফার্ম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ডুমুরিয়া রুদুরা এলাকার ইমরান হোসেন রাসেল (২৫), মো. আ. ফরহান পিয়াল (২৫), মো. ছোটন (২৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৩টা ১৫মিনিটের দিকে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে তাদের আটক করে সেনাবাহিনী। এসময় তাদের সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। আটকের পর আটককৃতদের দেওয়া তথ্য মতে ফার্মের উত্তর পশ্চিম কর্ণারে একটি চটের বস্তার ভিতর রক্ষিত ০১টি দেশীয় তৈরি ১নলা বন্দুক উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ‘অস্ত্রসহ ৩জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।’
কেকে/ এমএস