নীলফামারীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে ওই সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য একেএম মনিরুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভানেত্রী মোছা. নুরজাহান পারভিন। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি নূর আলম ও বিশেষ বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।
সমাবেশে বক্তারা বলেন, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মচারীরা দেশের গ্রামীণ উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন কাঠামো, পদোন্নতি, নিয়োগ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, বেতন বৈষম্য দূরীকরণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মতো সমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি দীর্ঘদিনের। কিন্তু এসব দাবি এখনো বাস্তবায়ন হয়নি। তাই ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তারা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সদস্য মো. বরকত আলী, জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মানিক রতন, সাধারণ সম্পাদক মো. তারিফ হোসেন, শ্রমিকদলের ডোমার উপজেলার আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব লোকমান হোসেন, ডিমলা উপজেলার সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাবু মিয়া, জলঢাকার সদস্য সচিব ইউনুস আলী প্রমুখ।
কেকে/ এমএস