অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য কাচাঁবাজারের সামনে ইনসাফের ঝুড়ি রাখা। অসহায়, দরিদ্র ক্ষুধার্ত যে কেউ ওই ঝুড়ি থেকে নিঃসংকোচে খাদ্য সামগ্রী জিনিস নিতে পারবেন এবং বাকি খাদ্যসামগ্রী প্যাকেট করে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। শুধু তাই নয়, সামর্থ্যবানরা তাদের সামর্থ অনুযায়ী ক্রয়কৃত খাদ্য সামগ্রী থেকে কিছু অংশ ঝুড়িতে রেখে যেতে পারেন।
শনিবার (১ মার্চ) সকালে ওই কার্যক্রমটির উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুর মান্নান সোহেল।
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণ সংস্থা (ইনসাফ) এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
সংগঠনটি জানায়, প্রতিদিনই ৩ টি স্থানে কাচাঁবাজারের সামনে থাকছে ইনসাফের ঝুড়ি। গরীব দুঃখী ছাড়াও প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অক্ষমরা ওই ঝুড়ি থেকে পাবেন খাদ্য সামগ্রী।
আরো জানা যায়, নালিতাবাড়ী শহরের গড়কান্দা কাঁচাবাজারে ১টি, শহীদ মিনার কাচাঁবাজারে ১টি, আড়াইআনী বাজার কাঁচাবাজারে ১ টি করে খাদ্য সামগ্রী রাখার জন্য ইনসাফের ঝুড়ি বসানো হয়েছে।
নিজের মানবিক মূল্যবোধ আর সামাজিক দায়বদ্ধতা থেকে স্বামর্থ্যবানদের সাধ্য অনুযায়ী এ উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান সংগঠনটির চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী।
কেকে/ এমএস