কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হীরার ভিটা (১১ মাথা মহীনের দোলা) এলাকার ধানক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, বেলাল হোসেন শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। শনিবার (১ মার্চ) সকাল ৯ টায় স্থানীয় লোকজন মৃত লোকমান হোসেনের ছেলে আবু সাঈদ মিয়ার ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে নাগেশ্বরী থানার পুলিশকে জানায়। পরে নাগেশ্বরী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বেলাল হোসেন (২৬) ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ি (ভাঙ্গামোড়) এলাকার নুর নবী মিয়া ও রোকসানা বেগম দম্পতির সন্তান।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির মাথায় ১২-১৩ টি আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার স্থান নাগেশ্বরী থানার অধীনে হওয়ায় ওই থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
কেকে/ এমএস