গত বছরের তুলনায় এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রমজানে সরকার পুরো মাস জুড়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
শফিকুল আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত বছরের তুলনায় এবার সহনীয় পর্যায়ে আছে। সরকার এটি বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে, ফলে সামনে পরিস্থিতি আরও ভালো হবে।
বাজারে সয়াবিন তেল সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রেস সচিব জানান, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিন তেলের কিছুটা ঘাটতি রয়েছে। তবে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে খোলা তেলের সংকট অনেকটাই কমে এসেছে। তিনি আরও বলেন, সরকারের মনিটরিং অব্যাহত থাকবে এবং এতে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে।
কেকে/এজে