‘গৌরবের দুই দশক’ শ্লোগানে জমকালো আয়োজনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত শিশু মেলা আইডিয়াল স্কুলের ২০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিশু মেলা আইডিয়াল স্কুলের ২০ বছর বা ২ দশক পূর্তিতে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় ২০০৪ সালে প্রতিষ্ঠিত শিশু মেলা স্কুল প্রাঙ্গণ। বিকেলে একটি আনন্দ শোভাযাত্রা শহরের কয়েকটি সড়ক পদক্ষিণ করে। পরে শিশু মেলা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণী ও রাইফেল ড্র অনুষ্ঠিত হয়।
এক সময়ের শিশুমেলা স্কুলের শিশু শিক্ষার্থীরা এখন সবাই বয়সে তরুণ-তরুণী। প্রাক্তন শিক্ষার্থীদের কেউ কেউ উপস্থিত সকলের সামনে তাদের পুরনো অনুভূতি প্রকাশ করেন। পারস্পরিক মতবিনিময় ও স্মৃতিচারণে তারা ফিরে যায় সেই শিশুকালে। তাদের নির্মল হাসি, বাধ ভাঙ্গা আনন্দ আর খুশি যেন শিশু মেলা প্রাণ ফিরে পেয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও তৎকালীন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বর্তমান সচিব মো. সাইদুর রহমান।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও শিশু মেলা আইডিয়াল স্কুলের সভাপতি তনিমা আফ্রাদ।
এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুসরাত ফারহানা সিমি, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইসলাম, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবেক মো. হেমায়েত হোসেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, কৃষি অফিসার ফারজানা তাসলিম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাহমুদুল হাসান প্রমুখ।
পরে শিশুমেলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কালীগঞ্জ শিল্পকলা একাডেমিরা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিান পরিবেশিত হয়। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস