রাজধানীর শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে বাজারের প্রায় সব দোকান পুড়ে যায়।
শনিবার (১ মার্চ) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রিন্সিপাল ফজলে বারী মাসউদ প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
পরিদর্শন টিমে আরো উপস্থিত ছিলেন— নগর সহসভাপতি মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম নাইম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ গিয়াস উদ্দিন পরশ, কাফরুল থানা সভাপতি আলহাজ্ব জমির আলী দেওয়ান, কাফরুল থানা সেক্রেটারি মুহাম্মাদ ইবরাহিম খলিল প্রমুখ।
কেকে/ এমে