সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা বাসার গ্রিল ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৭ লাখ ৩৩ হাজার টাকা, এফ জেট মটর সাইকেলসহ কয়েকটি ব্যাংকের চেক লুট করে নিয়ে যায়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় রেজাউল মোল্লা জানান, শুক্রবার রাতে শহিদুল ইসলাম শহিদ ঢাকায় ছিলেন। এ সুযোগে ডাকাত দলের সদস্যরা গভীর রাতে শহিদের ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ও শোকেস ভেঙে আসবাবপত্র তছনছ করে ব্যবসার নগদ টাকা, একটি মটর সাইকেল ব্যাংকের চেক লুট করে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে মুঠোফোনে অবগত করা হয়েছে।
ভুক্তভোগী বিএনপি নেতা শহিদুল ইসলাম শহিদ জানান, আমার বাসায় ডাকাতি নয় মূলত আমাকে হত্যার উদ্দেশ্যে ডাকাত দলের সর্দার আলী আশরাফ গংরা আমার বাসায় এসেছিল। আমি বাসায় না থাকায় গেটের তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে আলমারি, শোকেস ভেঙে নগদ ৭ লাখ ৩৩ হাজার টাকা, একটি মটর সাইকেল ও ব্যাংকের চেক লুট করে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে ডাকাতিসহ সকল অপকর্মের হোতা আলী আশরাফ। মহাসড়ক ও সয়বাদের বিভিন্ন অঞ্চলে ডাকাতি ও চুরি করলেও অধরা রয়েছে আলী আশরাফ। তার অত্যাচারে সয়দাবাদ ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ২/৩ মাসে সয়দাবাদে ১০ থেকে ১৫টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসনের কোন তৎপরতা নেই। আমি ডাকাত সর্দার আলী আশরাফ গংদের হুমকিতে নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ডাকাতির ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ এমএস