রংপুরের গঙ্গাচড়ায় পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়েতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে একটি স্বাগত র্যালি উপজেলা ডাকবাংলো থেকে বের উপজেলার গুরুপ্তপূর্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে আবারো ডাকবাংলো এসে শেষ হয়।
র্যালিতে তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ ‘দিনের বেলা পানাহার, বন্ধ করো করতে হবে’, ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে’, ‘বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘দ্রব্য মূল্যের উর্ধগতি, বন্ধ করো করতে হবে’ সহ বিভিন্ন শ্লোগান দেয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর জেলার সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল গনী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, সাউদ পাড়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকনউজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর তাজ উদ্দিন, সেক্রেটারী সাইফুল ইসলাম, বড়বিল ইউনিয়ন আমীর সোহাগ রহমান প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক রায়হান সিরাজী বলেন,‘আমরা বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট সরকারের জন্য পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে এই র্যালী পর্যন্ত করতে পারি নাই। সেই র্যালী আজ করতে পেরে মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুল্লিাহ্। পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি সকল ধরনের অশ্লীলতা-বেহাপনা বন্ধ করার ক্ষেত্রে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। যত ধরনের হাউজি, জুয়া, লটারী এগুলো বন্ধ করার পদক্ষেপ নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘১৬ বছরের সিন্ডিকেটের বিষ দাত গুড়িয়ে দিতে হবে। রমজান মাস যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গতি ক্রয় ক্ষমতার বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত সারাদেশের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য।’
কেকে/ এমএস