বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাইন বিস্ফোরণে গুরুত্বর আহত হয়েছে এক বাংলাদেশি নাগরিক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১ মার্চ) বিকেলে উপজেলার ১১ বিজিবির অধীনস্থ নিকোছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪২/২ এস এর শূণ্য লাইন হতে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত অংজু ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় আরাকান আর্মি কর্তৃক পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। মাইন বিস্ফোরণে আহত মোহাম্মদ নবী হোসেন(৪৮) একজন আনসার ভিডিপির সদস্য এবং তিনি নাইক্ষ্যংছড়ি সদরের হামিদা পাড়া ৬নং ওয়ার্ড এর বাসিন্দা ও মৃত শফিকুর রহমানের ছেলে।
আরো জানা যায়, হরিণ শিকার করার জন্য বাংলাদেশের ভূখন্ড পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায় মোহাম্মদ নবী হোসেন। এসময় স্থল মাইন বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে সে গুরুত্বর আহত হয়। পরে সংবাদ পেয়ে আহত মোহাম্মদ নবী হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি সদরের ইউপি সদস্য মো. ফরিদ জানান, ঘটনা সম্পর্কে শুনেছেন এবং আহত নবী হোসেনকে উন্নত চিকিৎসা প্রদানের জন্য তার স্বজনরা তাকে কক্সবাজার নিয়ে গেছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক এক বাংলাদেশী স্থল মাইন বিস্ফোরণে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এর আগে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা সাড়ে ১২টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী লেম্বুছড়ি বিওপির সীমান্ত পিলার ৪৯-৫০ এর মধ্যবর্তী এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে সিরাজুল ইসলাম(৩৩) নামে এক বাংলাদেশি গুরুত্বর আহত হয়েছিল।
কেকে/এজে