প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১১:০২ পিএম (ভিজিটর : ৬০)
ফাইল ছবি
দেশের আকাশে দেখা গেছে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ। রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজানের ফরজ রোজা। রোজার শুরু থেকে শেষ পর্যন্ত সময়মতো সাহরি ও ইফতার খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। তাই সাহরি ও ইফতারের সঠিক সময় জেনে রাখা জরুরি।
আল্লাহর ফরজ বিধান রোজা পালনের শুরুতে ভোর রাতে সাহরির খাওয়া যেমন কল্যাণের আবার সারাদিন রোজা পালন শেষে সন্ধ্যায় যথাসময়ে ইফতারও সওয়াব ও বরকতের কাজ। সাহরি ও ইফতারের সময় দোয়া কবুলের অন্যতম সময়। মহানবি হযরত মুহাম্মাদ (স.) বলেছেন সাহরি ও ইফতার কল্যাণ ও সওয়াবের কাজ।
জেনে নেয়া যাক প্রথম রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি
রোববার (২ মার্চ) ঢাকা জেলার সাহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২ মিনিট।