নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রির দোকান চালু করা হয়েছে।
শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় আমাইতাড়া মোড়ে ন্যায্যমূল্যের এই দোকান উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার নায়েবে আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আমির কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি রেজোয়ান হোসেন, পৌর আমির মাওলানা ইসমাইল হোসেন, ধামইরহাট ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাহার সিদ্দিক মনিপুরী। চিনি, বুট, সয়াবিন তৈল, খেজুর, সেমাই, চিড়া, মুড়ি, ডিমসহ আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হয়।
জামায়াতে ইসলাম নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন -‘রমজান মাসকে ব্যবসার সুযোগ হিসেবে নিয়ে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করে থাকে। নিম্ন আয়ের মানুষসহ সকল ক্রেতা যাতে করে সঠিক মূল্যে পণ্য কিনতে পারে সেজন্যেই জামায়াতে ইসলাম দলের এই ন্যায্য মূল্যের দোকানের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রমের আওতায় সকল ভোক্তা এই দোকান হতে পন্য কিনতে পারবে।
কেকে/এআর