সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বেঁড়িবাধ এলাকায় জেলে সম্প্রদায়ের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১ মার্চ) দ্বিবাগত রাত ১ টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মছিন্দ্র লাল ত্রিপুরা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই জেলে সম্প্রদায়ের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এসব দোকানে জেলেদের মাছ ধরার জালসহ বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি করা হতো। এসব কিছু পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, শিমুল জলদাস, সুজিদ জলদাস, সুলা, সনজিদ জলদাস, সিফাতসহ আরো ৪ জন রয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
কেকে/এআর