পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। কয়েকদিন আগেও তুলনামূলকভাবে কম দামে পাওয়া গেলেও, আজ থেকে আলু, লেবু, বেগুন ও শসার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
রোববার (২ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার, কাদেরাবাদ হাউজিং, টাউন হল কাঁচাবাজার, জনতা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাত্র দুইদিনের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়ে গেছে।
দুইদিন আগে আলুর প্রতি কেজি ২০ টাকা থাকলেও, আজ তা বেড়ে হয়েছে ২৫ টাকা। কিছুদিন আগে এই দাম ১৫ টাকায় নেমেছিল। প্রতি হালি লেবু ছিল ২০-৩০ টাকা, পরে ৪০ টাকায় ওঠে, আর আজ তা বেড়ে হয়েছে ৬০-৭০ টাকা।
বেগুন ৫০-৬০ টাকায় পাওয়া গেলেও, আজ তা দাম ৮০-৯০ টাকা। শসার দামও আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে
টাউন হলের এক দোকানদার জানান, রোজায় ইফতারের জন্য বেশি ব্যবহৃত হয় আলু, বেগুন ও শসা। তাই আড়তদাররা দাম বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, গতকাল পর্যন্ত আলুর পাইকারি দাম ছিল ১৬-১৭ টাকা, যা খুচরায় ২০ টাকায় বিক্রি হতো। কিন্তু আজ আড়তে ৫ টাকা বেড়ে ২২ টাকা হয়েছে, তাই খুচরায় ২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।
দোকানদারদের অভিযোগ, আড়তদারদের কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। এক দোকানদার বলেন, আড়তদাররা প্রতি বছরই এই কারসাজি করে, হঠাৎ দাম বাড়িয়ে কোটি টাকার পণ্যে লাখ লাখ টাকা মুনাফা করে। সরকার যদি তাদের ওপর কঠোর নজরদারি করত, তাহলে এমন পরিস্থিতি হতো না।
কেকে/এএম