বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫,
২০ চৈত্র ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার: মির্জা ফখরুল      প্রতিদিন দোয়া পড়ে শুটিং সেটে যেতাম: নুসরাত       চীনে ড. ইউনূসের যে বক্তব্যে ভারতে তোলপাড়      ট্রাম্পের কাছে বিন্দু পরিমাণ ছাড় পাচ্ছে না ভারত      চট্টগ্রামে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭      গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪২ ফিলিস্তিনি নিহত      চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      
প্রিয় ক্যাম্পাস
‌তিন ফস‌লের শস‌্যবিন‌্যাস, চরাঞ্চ‌লে কৃষ‌কের নতুন স্বপ্ন
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৬:৩৯ পিএম আপডেট: ০২.০৩.২০২৫ ৮:১২ পিএম  (ভিজিটর : ৭৭)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর গুজিমারী এলাকার কৃষাণি নাছিমা খাতুনের একমাত্র আয়ের উৎস ১ বিঘা ফসলি জমি। দীর্ঘদিন ধরে একই জমিতে এক ফসল চাষের কারণে তার আর্থিক সংকট কা‌টে‌নি। এর অন্যতম কারণ চরাঞ্চলের মাটি বেলে বা বেলে-দোঁআশ প্রকৃতির হওয়ায় পানি ধারণ ক্ষমতা ও জৈব পদার্থের পরিমাণ কম। এ ছাড়া সেচের সমস্যা, বন্যা, খরা ও আধুনিক প্রযুক্তির অভাবও র‌য়ে‌ছে।

চরাঞ্চলের মাটি, জলবায়ু ও প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে মাথায় রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের একদল গবেষক তিন ফস‌লের নতুন শস‌্য বিন‌্যাস পদ্ধ‌তি উদ্ভাবন ক‌রে‌ছেন ।

এই শস‌্য বিন‌্যাস পদ্ধ‌তি‌তে চাষাবাদ করা হ‌লে আগাছার প‌রিমাণ ক‌মে এবং মা‌টি‌তে জৈব পদার্থ ও পু‌ষ্টি উপাদান সংর‌ক্ষিত থা‌কে। ফ‌লে উৎপাদনও বৃ‌দ্ধি পায়। আক‌স্মিক প্রাকৃ‌তিক দু‌র্যোগ থে‌কেও রক্ষা পাওয়া যায়। ইতোমধ্যে এ গবেষণার প্রতি আধা শতাংশ জমিতে ৭৬ কেজি পর্যন্ত আলু উৎপাদন হ‌য়ে‌ছে। মালচিং ও ভার্মি কম্পোস্ট সমন্বিত ব‌্যবহার করা হ‌লে বী‌জের অঙ্কুরোদগমের হার বে‌ড়ে যায়। এই শস‌্যবিন‌্যা‌সে প্রধান ফস‌লের সা‌থে সাথী ফসল হিসেবে আলু, পেঁয়াজ, রসুন, গাজর, কালোজিরা, মেথি, ধনিয়া ও মটরশুঁটি চাষ করা যায়। যা একক ফসলের তুলনায় অধিক লাভজনক। এই গ‌বেষণা‌টি এখনো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর গুজিমারী এলাকায় চলমান রয়েছে।

‘ফসলের উৎপাদনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পরীক্ষণ এবং জলবায়ু সহনশীল ফসল ব্যবস্থার অভিযোজনের মাধ্যমে বাংলাদেশের চরাঞ্চলের ফসলের উৎপাদনশীলতার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গবেষণাটি পরিচালিত হচ্ছে। এ প্রকল্পটির প্রধান গ‌বেষক বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান। সহ‌যোগী গ‌বেষক হিসা‌বে র‌য়ে‌ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও বাকৃবির পিএইচডি গবেষক পরেশ চন্দ্র দাস এবং স্নাতকোত্তর শিক্ষার্থী ইকরামুল হক।

গবেষক পরেশ চন্দ্র দাস জানান, চরাঞ্চলের কৃষকরা সুনির্দিষ্ট শস্যবিন্যাস অনুসরণ না করে বিচ্ছিন্নভাবে ভুট্টা, মরিচ, ধনিয়া, পাট, আলু, রসুন, ও রোপা আমনসহ বিভিন্ন শাকসবজি চাষ করেন। ফলে ফসলের উৎপাদন কম হয় এবং আকস্মিক বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়। গবেষণার আওতায় তিন ধরনের লাভজনক শস্যবিন্যাস নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে একটি হলো ভুট্টা-পাট-রোপা আমন শস্যবিন্যাস পদ্ধতি। অন্যটি আলু-পাট-রোপা আমন শস্যবিন্যাস পদ্ধতি এবং আরেকটি মরিচ-চিনাবাদাম-রোপা আমন শস্যবিন্যাস পদ্ধতি।

বছর জুড়ে এক ফসলের পর অন্য ফসল চাষের মাধ্যমে এই পদ্ধতিগুলো বাস্তবায়ন করা হয়। উন্নত জাত, প্রযুক্তি ও কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনার মাধ্যমে সবচেয়ে লাভজনক শস্যবিন্যাস চিহ্নিত করতে গবেষণা চলমান রয়েছে।

ড. আহমেদ খায়রুল হাসান জানান, এই গবেষণার মূল উদ্দেশ্য হলো চরাঞ্চলে বিদ্যমান ফসল ও চাষপদ্ধতি বিশ্লেষণ করে জলবায়ু সহনশীল ও অর্থনৈতিকভাবে লাভজনক শস্য ব্যবস্থার বিকাশ ঘটানো। পাশাপাশি খরার প্রভাব মোকাবিলায় কার্যকর কৌশল উদ্ভাবন এবং জলবায়ু-স্মার্ট উৎপাদন পদ্ধতি নির্ধারণ করা।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
লাখাইয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
ঈদ উদযাপনে অটোরিকশার কদর
সিলেটের চা বাগানগুলোতে দর্শনার্থীদের ভিড়
ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে নিহত ২

সর্বাধিক পঠিত

বোচাগঞ্জে জহুরা ইন্ডাষ্ট্রিজের নিরাপত্তা কর্মীদের বেধে ১১টি গরু চুরি
ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে পৃথক স্থানে সংঘর্ষে আহত ৩০
গজারিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৮
বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
তাড়াশে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close