মাদারীপুরের শিবচরে ইজিবাইকের চাপায় তছিমুন বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২ মার্চ) দুপুর ২টার দিকে শিবচর পৌরসভার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত তছিমুনম বেগম শিবচর পৌর এলাকা গুয়াতলা এলাকার নুরুর ইসলাম শেখের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচর পৌরসভার মোড় এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তছিমুন বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তছিমুনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, এই ঘটনায় ঘাতক ইজিবাইক জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।
কেকে/এএম