শেরপুরের নালিতাবাড়ীতে মোটারসাইকেলের ধাক্কায় তায়িবা নামে ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার নালিতাবাড়ী টু কাকরকান্দি সড়ক সংলগ্ন বিন্নিবাড়ী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত তায়িবা ওই এলাকার হাসান আলীর কন্যা।
জানা গেছে, রোববার সকাল ১১ টার দিকে শিশু তায়িবা নালিতাবাড়ী টু কাকরকান্দি সড়কের পাশে খেলা করছিলো এসময় বিশগিরিপাড়া এলাকার মৃত আফসার আলীর পুত্র মোটরসাইকেল চালক ছামাদুল ইসলাম দ্রুত গতির মোটরসাইকেল দিয়ে পিছন থেকে শিশু তায়িবাকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তায়িবা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু তায়িবার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।
কেকে/ এমএস