বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণসংগীত শিল্পী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী (আবদুল্লাহ আল মাহমুদ জামালী) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
রোববার (২ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
চিরকুমার এপোলো জামালী ৪৫ বছর ধরে বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় সক্রিয় ছিলেন। তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গণসংস্কৃতি ফ্রন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন জনপ্রিয় গণসংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক। যেকোনো দুর্যোগে তিনি গণমানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সর্বস্ব উজাড় করেছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী তার বড় বোন। তার দুই বোন শাহানা জামালী ও সাগরিকা জামালী রবীন্দ্রসংগীত শিল্পী এবং আরেক বোন মঞ্জুলিকা জামালী কবি ও সাংবাদিক। তার ভাই রোমেলো জামালী একজন ব্যাংকার।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক তার বড় ভগ্নিপতি।
পার্টি ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তার মরদেহ বার্ডেমের শবাগারে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা বিদেশ থেকে দেশে ফিরলে আগামী ৭ মার্চ সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে। এরপর জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, এপোলো জামালীর প্রয়াণে দেশের পরিবর্তনকামী গণসাংস্কৃতিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কেকে/এএম