বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২ মার্চ) সংগঠনের নতুন কমিটি প্রকাশ করা হয়, যেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নোমান বিন নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা হোসাইন, সদস্য সচিব মাকসুদুর রহমান জুনায়েদ, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফ বিল্লাহ যশোরী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া, মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন শেখ আরিফ বিল্লাহ আজিজী, সিনিয়র সংগঠক আরশাদ হোসাইন, মুখপাত্র আল-আমিন ফারাবী, সিনিয়র মুখপাত্র হাফিজুল ইসলাম উসামা, এবং মিডিয়া সেল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ মাহফুজ আহমাদ।
কেকে/এএম