মালয়েশিয়ায় জিম্মি থাকা ছেলে মো. সাগরকে ফিরে পেতে তার মায়ের আকুতি শোনা গেছে। সাগরকে ৫ লাখ টাকা চুক্তিতে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নিয়ে যাওয়ার পর তাকে নির্যাতন ও মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।
রোববার (২ মার্চ) সাগরের মা বিউটি বেগম বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিউটি বেগম অভিযোগ করেছেন, তার ভাই সোহরাব প্যাদা এবং তার শ্যালক আমিন হাওলাদার দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। আমিন তার ছেলেকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে মালয়েশিয়া নিয়ে যান, কিন্তু সেখানে যাওয়ার পরই তাকে নির্যাতন শুরু হয়। ছেলের মুক্তির জন্য সাড়ে তিন লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, এমনকি কয়েকদিন আগে তাকে মারধরও করা হয়।
বিউটি বেগম বলেন, ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম ভালো বেতনের চাকরির প্রলোভনে, যাতে আমাদের জীবনে সুখ আসে। কিন্তু এখন সব স্বপ্ন শেষ হয়ে গেছে। আমার ভাই ও তার শ্যালক আমার ছেলেকে বিদেশে নিয়ে নির্যাতন করছেন।
বিউটি বেগম সরকারের কাছে সহযোগিতা এবং দোষীদের বিচার দাবি করেছেন।
সাগরের মামা মো. ইউসুফ অভিযোগ করেছেন, দালাল আমিন প্রথমবার ২০২৩ সালে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়ার সময় সাগর থাইল্যান্ডে আটক হন এবং এক মাস ১৭ দিন কারাভোগ করার পর তাকে মুক্তি দেয় থাইল্যান্ড সরকার। এরপর বৈধ ভিসায় মালয়েশিয়া নিয়ে যাওয়ার পর আমিন তাকে নির্যাতন শুরু করেন।
এ বিষয়ে আমিন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সোহরাব প্যাদা জানিয়েছেন, আমি আমার শ্যালকের মাধ্যমে সাগরকে বিদেশ পাঠিয়েছি, কিন্তু নির্যাতনের বিষয়ে আমি কিছু জানি না।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম