বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪,
২৩ কার্তিক ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
শিরোনাম: ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন রেজানুর রহমান      সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ      মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫ বাংলাদেশির জয়      কাকডাকা ভোরে সাতক্ষীরায় সড়কে ঝরল ৩ প্রাণ      ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১০৯      যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া      বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা       
রাজধানী
ঢাকা-আদ্দিস আবাবা রুটে সরাসরি ফ্লাইট চালু
মাহফুজুল আলম খোকন
প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম  (ভিজিটর : ৪৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা রুটে উদ্বোধনী ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল। 

আজ রোববার (৩ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইথিওপিয়ান এয়ারলাইনস এর বোয়িং ৭৮৭-৯০০০ ড্রিমলাইনার, ফ্লাইট ইটি ৬৭৮ সকাল ৮টা ৪০মিনিটে বাংলাদেশের রানওয়ে স্পর্শ করে। এসময় দুইটি জল কামান ফ্লাইটটিকে স্বাগত জানায়।
 
ঢাকা থেকে ফিরতি ফ্লাইটটি সকাল ৯ টা ৪০ মিনিটে আদ্দিস আবাবার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে। 

ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচার ইথিওপিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বেবিচক চেয়ারম্যান ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রতিনিধিদলকে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। 

প্রধান অতিথির বক্তব্যে আজকের দিনটিকে একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে তিনি বলেন, ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার শীর্ষস্থানীয় ক্যারিয়ার হিসাবে স্বীকৃত এবং বাংলাদেশে এর প্রবেশ দেশের এভিয়েশন শিল্পের এক নতুন দিগন্তের উন্মোচন হলো। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে আমি আশাবাদী। 

তিনি আরো বলেন, এই অংশীদারিত্ব বিভিন্নভাবে নতুন সুযোগের দরজা খুলে দেবে এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও আফ্রিকার মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলবে। তিনি ইথিওপিয়াকে আফ্রিকার প্রবেশদ্বার উল্লেখ করে বলেন যে, এর মাধ্যমে আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার দেশগুলোর সাথে যোগাযোগে আরো সহজ হবে যা আমাদের ভ্রমণ ও বাণিজ্যের সুযোগকে আরো প্রসারিত করবে।

এসময় আরো বক্তব্য রাখেন ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু, ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচার, বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম, এবং বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন। 

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। তারা নতুন রুটের সম্ভাবনা, এর অর্থনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কর্মকর্তারা জানান, ইথিওপিয়ান এয়ারলাইন্সের এই সংযোগ বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং দেশটির বাণিজ্য ও পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী। 

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), বেবিচক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন রেজানুর রহমান
সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫ বাংলাদেশির জয়
কাকডাকা ভোরে সাতক্ষীরায় সড়কে ঝরল ৩ প্রাণ
ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১০৯

সর্বাধিক পঠিত

ধামরাইয়ে বাস উল্টে হেলাপার নিহত, আহত অর্ধশতাধিক
নীলফামারীতে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আনন্দ র‌্যালি
মতলব উত্তরে পারিবারিক সহিংসতায় গত ৩ মাসে ৭ খুন
ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে কুবি উপাচার্যের অসন্তোষ
হাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝