ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ মধুপুরের কর্মকর্তারা।
রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানারসহ কর্মকর্তারা পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে।
কর্মবিরতি ও মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট বৃন্দ, আর এমও, মেডিকেল অফিসার, নার্সিং অফিসার এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচিতে আগামী এক সপ্তাহের মধ্যে পক্ষপাতদুষ্ট এ আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।
কেকে/ এমএস