পবিত্র মাহে রমজানে যানজট নিরসন করে সুশৃঙ্খল পরিবেশ উপহার দিতে চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ জন অতিরিক্ত ট্রাফিক নিয়োগের মধ্য দিয়ে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলা সদরের বটতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) হাসানুজ্জামান হায়দার, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমেদ, সদস্য সচিব সরওয়ার আকতার, বটতলী ব্যবসায়ী নেতৃবৃন্দ,শহর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও হকার সমিতির নেতৃবৃন্দ প্রমূখ।
পবিত্র মাহে রমজানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে লোহাগাড়া থানা পুলিশ সক্রিয় ভূমিকা রাখবে জানিয়ে ওসি আরিফুর রহমান বলেন, যানজট নিরসনে স্টেশনে পুলিশ টহল জোরদার থাকবে। কোন ধরণের ছিনতাইকারি, সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবেনা। রমজানে নির্ভিঘ্নে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে পারে সেজন্য স্টেশনে নিরাপত্তার জন্য, পুলিশি টিম জোরদার করা হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, লোহাগাড়া উপজেলার মধ্যে বটতলী স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এ স্টেশনের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক পুলিশদের পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে ১২ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। যানজট নিরসনে কাজ করার জন্য এদের সাথে আগের জনবলসহ ট্রাফিকের সাথে একসাথে কাজ করবে।বটতলী স্টেশন ও পদুয়া বাজারে যানজট নিরসনে তারা সর্বদাই কাজে নিয়োজিত থাকবে। ইউএনও আরও বলেন,রমজানে যানজট নিরসন ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
কেকে/ এমএস