কিশোরগঞ্জের কুলিয়ারচরে জবাই করে ব্যবসায়ী ওবায়দুল হক পাইলট হত্যার ক্লু-লেস ও আলোচিত মামলার প্রধান আসামি শাহাদাৎ হোসেন (৩২) কে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
রোববার (২ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ।
গ্রেফতারকৃত মো. শাহাদাৎ হোসেন কুলিয়ারচর উপজেলার বাজরা মাছিমপুর শেখ বাড়ির মৃত লাল মিয়ার ছেলে।
গত ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তাকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর (১মার্চ) শনিবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে শাহাদাৎ। জবানবন্দিতে তার সহযোগী হিসেবে আরো তিনজনের নাম উল্লেখ করে সে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ওবায়দুল হক পাইলট প্রতিদিনের মত দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় গেলে কে বা কাহারা তাকে গলা কেটে হত্যা করে। ঘটনার পরদিন বৃহস্পতিবার নিহতের মা মোছা. আঙ্গুরা বেগম বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১০।
এ বিষয় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, হত্যা মামলাটি সম্পূর্ণ একটি ক্লু-লেস ঘটনা। ঘটনার পর তথ্য প্রযুক্তি সহায়তায় ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আমরা মামলার প্রধান আসামিকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
কেকে/ এমএস