দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমি ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। অপরদিকে পাকিস্তানের মাটিতে পাকিস্তান ও বাংলাদেশকে বধ করে নিউজিল্যান্ড সেমি ফাইনাল নিশ্চিত করে। যার ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। যেখানে ৪৪ রানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতেই উইকেট হারায়। শুবমান গিল মাত্র ২ রানে আউট হন ম্যাট হেনরির বলে। রোহিত শর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি, ১৭ বলে ১৫ রান করে আউট হন কাইল জেমিসনের বলে। বিরাট কোহলি তার ৩০০তম ওয়ানডেতে ১১ রান করে গ্লেন ফিলিপসের দুর্দান্ত ক্যাচের শিকার হন।
এরপর শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল ভারতের ইনিংস সামলান। তাদের ৯৬ রানের জুটিতে ভারত ঘুরে দাঁড়ায়। অক্ষর ৪২ রান করে আউট হলেও শ্রেয়াস আইয়ার ৭৯ রানের ইনিংস খেলেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৪৫ রানের ইনিংসে ভর করে ভারত ২৪৯ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি একাই ৫ উইকেট নেন।
২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। রাচিন রবীন্দ্র ৬ রান করে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দেন। উইল ইয়াং বরুণ চক্রবর্তীর গুগলিতে বোল্ড হয়ে ২২ রান করে ফেরেন। দলের হাল ধরার চেষ্টা করেন কেন উইলিয়ামসন, তবে তিনি ৮১ রানের ইনিংস খেলে অক্ষরের বলে স্টাম্পিং হন।
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভারতের স্পিনারদের সামনে ভেঙে পড়ে। বরুণ চক্রবর্তী ৫ উইকেট নিয়ে কিউইদের ২০৫ রানে অলআউট করেন, ফলে ভারত ৪৪ রানে জয় পায়।
ভারতের এই জয়ে নির্ধারিত হয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ। ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে সাউথ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে।
কেকে/ এমএস