চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কৃতিসন্তান সৌদি আরব প্রবাসী মো. পারভেজ বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান এতিমখানা ও হেফজখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছে।
রোববার (২ মার্চ) ধূইল্যা পাড়া রফিক হান্নান হেফজখানা ও এতিমখানা, সড়ই, লামা, বান্দরবান। উত্তর পানত্রিশা ব্রীজঘাটা শাহ মজিদিয়া হেফজখানা ও এহছানুল উলুম এতিমখানা। হালিমাতুচ্ছাদিয়া (রা.) হেজখানা ও এতিমখানা, ৪) পূর্ব হাজারবিঘা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সৌদি আরব প্রবাসী মো. পারভেজ প্রবাসে থাকায় তার সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আল্লাহর দেওয়া সম্পদগুলো সঠিক মানুষদের কাছে পৌঁছে দিতে পেরে। এ দায়িত্ব আল্লাহ প্রদত্ত। প্রতি বছরের ন্যায় এ বছরও বেশ কিছু দ্বীনি প্রতিষ্ঠানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এ কার্যক্রম আজীবন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
কেকে/ এমএস