চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রশিবিরের দাওয়া সংগঠন মিনারের উদ্যোগে গণ-ইফতার হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
রবিবার (২ মার্চ ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে ছাত্রীদের জন্যও ইফতারের ব্যবস্থা ছিল।
ছাত্রশিবিরের এই উদ্যোগের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হোসেন মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছেন, যাদের পক্ষে ইফতার করা কষ্টসাধ্য হয়ে যায়। তারা এমন উদ্যোগে খুশি হবেন।
উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা প্রথম থেকে ২০ তম রমজান পর্যন্ত গণ-ইফতার কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিদিন ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও ছাত্রীদের জন্য বেগম খালেদা জিয়া হলে গণ-ইফতার হবে।
কেকে/ এমএস