রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সাথে বিপরীত থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) ভোর চারটার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সোমবার ভোর চারটার দিকে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রোগী নিয়ে তার স্বজনরা অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি চেকপোস্টে রাজশাহীর দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নারীসহ তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়।
নিহতরা হলেন- গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবনপাড়ার সুন্দরী(৬০) ও আদরী(৩৫) এবং রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার মৃত আব্দুল মাসুদের ছেলে জাফর ইকবাল(৪৫)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এরা হলেন গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবনপাড়ার সুমি(৪০), শোভন(৪২) ও ওয়াসিম(৩৫)।
হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, ভোরে গুরুতর আহত তিনজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।
গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। চালকসহ ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
কেকে/এজে