গাজীপুরের প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর মহাসড়ক অবরোধ করে রেখেছেন আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৩ মার্চ) সকাল সোয়া ৮টা থেকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে বাইপাস পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।
নিহত শ্রমিক আফসানা আক্তার (২২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী গ্রামের আফসার আলীর মেয়ে। সে প্যানরোমা কারখানার জুনিয়র অপারেটর পদে কর্মরত। তার স্বামীর নাম হৃদয়।
এদিকে, ওই নারী পোশাক শ্রমিকের মৃত্যু নিয়ে বিভিন্ন রকম কথা শুনা যাচ্ছে। আন্দোলনরত শ্রমিকেরা বলছে নিহত আফসানা আক্তার দুপুরের নামাজ পড়তে ছাদে ওঠে। সেখানে সে অচেতন হয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায়। পরে কারখানা কর্তৃপক্ষ বিশৃঙ্খলা এড়াতে মরদেহ সরাতে না পেরে ছাদ থেকে ফেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে। তবে, প্রকৃত ঘটনা কী তা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছে না। পুলিশ বলছে নিহত শ্রমিকের স্বামী বিভিন্ন সময় তাকে মারধর করত।
বিক্ষুব্ধ শ্রমিকেরা প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল এবং প্রাইভেটকারে আগুন দিয়েছে।
শ্রমিকেরা আরো জানান, আশপাশের করাখানার ছুটি দেওয়ার জন্য তারা বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করলে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে ৩০০ থেকে ৪০০ শ্রমিক অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখায় এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে হেঁটে গন্তব্য যাচ্ছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, রোববার (২ মার্চ) সন্ধ্যায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার এক নারী শ্রমিক মৃত্যুর খবর পাই। ওই সময় গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। প্রাথমিক সুরতহালে নিহত নারী শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
কেকে/এএস