মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ ঘটনায় ২ জন শ্রমিক নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) সকালে ১০টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতগাঁও ইউনিয়নের আমরাইল চা-বাগানের সাধন দাসের পুত্র বিশাল দাস (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮জন। এর মধ্যে ৬জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে ইটভাটার কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে ২০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর ৮ জনকে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, সোমবার সকাল প্রায় সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ২০ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় আমরা মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করি।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় গুরুতর আহত ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাস্তায় দুইজন মারা যান। আর ৬ জন এখন সদরহাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান দৈনিক খোলা কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকদের শ্রীমঙ্গল হাসপাতালে পাঠানো হয়েছে এবং হাইওয়ে পিকাপ ভ্যান আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
কেকে/এএম