সিলেটের কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে হাসপাতালে নেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (২ মার্চ) রাত ৭ টার দিকে উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ গ্রামের কাছে একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- কালাইরাগ গ্রামের ললীপের ছেলে প্রদীপ (৪০) ও একই এলাকার আলাউদ্দিন (৪২)।
পুলিশ জানায়, রোববার রাত সাতটার দিকে কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রামের এক আদিবাসী নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী একটি জঙ্গলে নিয়ে যায় দুই যুবক। প্রথমে প্রদীপ দাস ওই নারীকে ধর্ষন করে। পরে আলা উদ্দিন ধর্ষনের চেষ্টাকালে ওই নারী চোখেমুখে বালু ছিটিয়ে কৌশলে দৌঁড়ে পালিয়ে আসেন। এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে সোমবার কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, নির্যাতিতা নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস