নীলফামারীতে শ্রমজীবী, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষের মাঝে শুরু হয়েছে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি। জেলা প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ গ্রহন করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (২ মার্চ) বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান, ক্যাবের সভাপতি গওহর রিজভি প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহবায়ক সৈয়দ মেহেদী হাসান বলেন, ‘রোববার প্রথম রমজানে জেলা প্রশাসনের সহযোগিতায় মাস ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচিতে মাসব্যাপী আমরা শহরের বিভিন্ন পয়েন্টে শতাধিক শ্রমজীবী ও ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ করবো। উদ্বোধনী দিনে শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়। ’
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ওই কর্মসূচির আওতায় রমজান মাস জুড়ে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন স্বল্প আয়ের শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হবে।
কেকে/ এমএস