যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের জিএম ফরহাদ হোসেন নামে এক যুবককের পৈত্রিক জমি জোরপূর্বক সিমেন্টের খুঁটি পুতে দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই যুবক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের নেছার আলী গাজী কেদারপুর মৌজার ১৪৫ নং খতিয়ানে আরএস ৩৫৩ দাগের ডাঙা ১-০৫ শতকের মধ্যে পূর্ব পাশ হতে ৮৪ শতক জমি তার ছেলে জিএম ফরহাদ হোসেনের নামে দলিল করে দেয়। তারপর থেকে ফরহাদ হোসেন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল। সেই সুবাদে সে ওই জমিতে পুকুর খননের কাজ শুরু করে।
এরই মধ্যে তার ভাই নুর মোহাম্মদ, তার স্ত্রী নাজমা বেগম, ঝুমুর খাতুন ও মাসুদ জমি নিজেদের দাবি করে গত ১১ জানুয়ারি সকালে পুকুর খনন কাজে বাধা দেয়। ফরহাদ হোসেন প্রতিবাদ করলে উক্ত বিবাদীরা মারধরসহ প্রান নাশের হুমকি দিয়ে সিমেন্টের খুঁটি পুতে জোরপূর্বক দখলে নিয়ে নেয়। ফরহাদ হোসেন নিরুপায় হয়ে উক্ত বিবাদীদের বিরুদ্ধে কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
নুর মোহাম্মদ বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক না। আমরা কোনো জমি জোরপূর্বক দখল করিনি।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম