চলছে মুসলিম উম্মাহদের সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান। কিন্তু এই মহৎ মাসেও কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে পরিণত করেছে।
সাধারণ মানুষের কথা চিন্তা করে কক্সবাজার বাজারের উখিয়ায় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করছে।
তারই অংশ হিসেবে গতকাল উপজেলার মরিচ্যা বাজারে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলায় ৩৭হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এ সময় তিনি জানান, পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। ভোক্তার নাগালের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কেকে/এএম