গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), মো. বেলাল হোসেন সরকার, উপপুলিশ পরিদর্শক মো. আমিনুল হক, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. গোলাম মর্তুজা, নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া।
আরো উপস্থিত ছিলেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম শাহীন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ মহিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, স্যানিটারি ইন্সপেক্টর কাজী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা, মীর মাসুদ করিম প্রমুখ। এ ছাড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীমের নেতৃত্বে সভায় উপস্থিত কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি এবং সাংবাদিকদের নিয়ে তাৎক্ষণিকভাবে কাপাসিয়া সদর বাজার পরিদর্শন করেন।
এ খবর পেয়ে বাজারের মুদি ও চাউল ব্যবসায়ী নির্মল চন্দ্র বনিক সহ সুবিধাবাদী ও মনোপলি বিভিন্ন ধরনের অসংখ্য ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। বাজার মনিটরিংয়ের সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ ও মান যাচাই করা হয়। প্রশাসনের পক্ষ থেকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
কেকে/এএম