খুন, ধর্ষণ, নিপীড়ন, মব ভায়োলেন্স, মোরাল পুলিশিসহ ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা দূর করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহসহ পদত্যাগের দাবিতে মিছিল করেন একটি সংগঠন।
সোমবার (৩ মার্চ) বিকালে আসাদগেট আড়ং সংলগ্ন মাঠ এলাকা ঘুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে এসে কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ সময় নারী নিপীড়ন বিরোধী কয়কটি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতাকর্মীদের দাবি এই স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই এক দফা এক দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবি।
এ ছাড়াও বিভিন্ন স্লোগান দিয়ে বিকাল ৪টায় সংসদ ভবন এলাকা থেকে মিছিলটি শেষ করেন।
সম্প্রতি লালমাটিয়া এলাকায় এক নারী প্রকাশ্যে ধুমপান করলে এ নিয়ে বাধা দেন সেখানকার স্থানীয় এক ব্যক্তি এ নিয়ে প্রকাশ্যে ধূমপান করা থেকে বিরত থাকতে বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে, নারী-পুরুষ সবার জন্যই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আরো বলেছিলেন, যেহেতু এখন রমজান মাস চলছে সেহেতু সংযম হয়েই সবার চলা উচিৎ। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মনর প্রতিবাদে মূলত আজকের এই মিছিল।
মব ভায়োলেন্স নারী নির্যাতনে উস্কানিদাতাদের বিচার, অকথ্য ভাষা বন্ধ করতে হবে, ধর্ম দিয়ে নারী নিপীড়ন বন্ধ করতে হবে। নারীর জন্য আলাদা কোনো আইন মানি না। মিছিল শেষে এসব দাবি তুলেন আন্দোলনকারীরা। এসব দাবি না মানলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেন।
কেকে/এএম