সোনাগাজীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি দেলোয়ার হোসেন সবুজ (৪৩) কে গ্রেফতার করেছেন সোনাগাজী মডেল থানা পুলিশ।
রোববার (২ মার্চ) বিকালে সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা এলাকা থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেন।
ধর্ষক দেলোয়ার হোসেন সবুজ মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার করে আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কেকে/ এমএস