দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাতকানিয়ার আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে চট্টগ্রাম চকবাজার থানা পুলিশ।
রবিবার (২ মার্চ) রাতে চট্টগ্রাম চকবাজার চট্টেশ্বরী এলাকা থেকে পুলিশ শামসুল ইসলামকে গ্রেফতার করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
গ্রেফতারকৃত শামসুল ইসলামের বাড়ি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল মালেকের ছেলে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য।
চট্টগ্রাম চকবাজার থানার ওসি মো. জাহিদুল কবির জানান,গ্রেফতারকৃত শামসুল ইসলামকে রাতে চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে সন্ত্রাসী দমন আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/ এমএস