ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মামলা প্রত্যাহার ও নিঃসর্ত মুক্তি চেয়ে রাতের অন্ধকারে পোস্টার লাগানো যুবক মো. রাদিফ ওরফে রাজিব (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) বারোটার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আ. লীগ কর্মী রাজিব উপজেলা দক্ষিন ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে এবং দক্ষিণ ইউনিয়ন আ. লীগের সদস্য।
রাজিবের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গাজীর বাজার এলাকা হতে রাজিবকে গ্রেফতার করে। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি আ. লীগ কর্মী রাজিব রাতের অন্ধকারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর মামলা প্রত্যাহার ও নিঃস্বর্ত মুক্তি চাই উল্লেখ করে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় বিভিন্ন দোকানের ওয়ালে পোস্টার লাগিয়ে আইন-শৃঙ্খলা অবনতি করার জন্য পায়তারা করেছিল। রাতের অন্ধকারে পোস্টার লাগানো বিষয়টি রাজিব স্বীকার করেছে।
কেকে/ এমএস