ইংল্যান্ডের এমএন্ডসি সাচি গ্রুপের পক্ষ থেকে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
সোমবার (৩ মার্চ) পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
ইংল্যান্ডের ইফতার সামগ্রী পেয়ে মহাখুশি নোয়াখালীর বৃদ্ধ মো. জয়নাল। এমন খুশি হয়েছেন চাটখিলের শতাধিক পরিবার।
জানা যায়, ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ, চিনিসহ বিভিন্ন আইটেম চাটখিলের শতাধিক অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপহার পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।
এ সময় পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ এসএন্ডসি সাচি গ্রুপের নোয়াখালীর ম্যানেজার মো. নাজিম উদ্দিন, সুইটি অনন্যা, মো. তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস