মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের মৌলভীবাজার রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস আলম নেতৃত্বে একটি টহল টিমসহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর সমন্বয়ে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ দৈনিক খোলা কাগজকে জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ দ্রব্যসামগ্রী, পণ্য ক্রয়ের যথাযথ ভাউচার প্রদর্শন করতে না পারা এবং মজুদকৃত দ্রব্য সামগ্রীর পরিমাণ সঠিক না থাকায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের মাতৃভান্ডারকে ২০ হাজার, আব্দুর শুকুর এন্ড ব্রাদার্সকে ১০ হাজার এবং কুসুম ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ইউসুফ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এআর