কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (০৪ মার্চ) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান নিকট স্মারক লিপি প্রদান কালে উপস্থিত উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সোনাগাজী উপজেলা শাখার সভাপতি ও প্রগতি ব্রিকস এর স্বত্বাধিকারী আব্দুল গফুর, সাধারন সম্পাদক ও মতিগঞ্জ ব্রিকস এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন মানিক, জসিম ব্রিকস এর স্বত্বাধিকারী সরোয়ার উদ্দিন লিটন, যমুনা ব্রিকস এর স্বত্বাধিকারী খুরশিদ আলম কিরন, বিসমিল্লাহ ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম চোখধন উপস্থিত ছিলেন।
কেকে/এআর