ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাকওয়া পরিবহনের চাপায় এক অটোরিকশাচালক নিহত হন। এ ঘটনায় চালক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।
সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় রিটন মিয়া (৩৫) নামে
এক অটোরিকশাচালক নিহত হন।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টায় মহাসড়কের শ্রীপুর নতুন বাজার এলাকায় চালক ও স্বজনরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল খোলা কাগজকে এ তথ্য জানান। তিনি বলেন, আমি এখন ঘটনাস্থলে। পরে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে ওসি তদন্ত মোহাম্মদ শামীম বলেন, সকাল ৯টা থেকে মহাসড়কে বিক্ষোভ করছে অটোরিকশা চালকেরা। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ৮টার দিকে অটোরিকশা চালক তাকওয়া পরিবহন থেকে নামার সময় একটা বিষয় নিয়ে বিতর্ক হয়। এ সময় তাকওয়া পরিবহনের চালক গাড়ি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। অটোরিকশাচালক নামার চেষ্টা করলে পরিবহনের চাকার নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে পুলিশের এস আই আরিফ হোসেন খোলা কাগজকে বলেন, এ ঘটনায় তাকওয়া পরিবহনে চালক জনিকে গ্রেফতার করা হয়েছে।
কেকে/এএস