লেখা-পড়ার পাশাপাশি আলু চাষ করে বাজিমাত করেছেন ফরিদপুরের সালথা উপজেলার তুগোলদিয়া গ্রামের কলেজশিক্ষার্থী রমজান আলী মীর। সে ওই গ্রামের এস্কেন মীরের ছেলে ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
তার পিতা এস্কেন মীর থাকেন প্রবাসে। লেখা-পড়ার পাশাপাশি কৃষি কাজে নিজেকে বিলিয়ে দিয়ে আবাদ করেছেন পেঁয়াজ ও আলু। সাড়ে ৬ বিঘা জমিতে পেঁয়াজ আবাদের পাশাপাশি পরীক্ষামূলকভাবে এ বছর ২৬ শতক জমিতে আলু চাষ করেছেন এই কলেজশিক্ষার্থী। আলুর ফলনে সবার নজর কেড়েছে। প্রতিকাঠা জমিতে ৮/১০ মণ করে আলুর ফলন হয়েছে।
কলেজশিক্ষার্থী রমজান আলী বলেন, আমি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র। লেখা-পড়ার পাশাপাশি পেঁয়াজ ও আলু চাষ করেছি। আলুর ফলন অনেক ভালো হয়েছে। আগামীতে আলুর চাষ আরো বেশি করব।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, ইচ্ছা থাকলে লেখা-পড়া, চাকরি ও ব্যবসার পাশাপাশি কৃষি কাজও করা সম্ভব। সেটাই করে দেখালেন কলেজশিক্ষার্থী রমজান মীর। সমাজকে উন্নত করতে তার মতো সবাইকে এগিয়ে আসা উচিত।
কেকে/এএস