শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও গ্রামের ৯.৪৫ একর কৃষিজমিতে জোর করে মাছের ঘের কেটে ফসল নষ্ট করার প্রতিবাদে ও কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোবারক বেপারী, নিপা আক্তার, বাবর আলী মাদবর, রিপা বেগম, মো. খোকন মোল্যা, সামাদ শেখ প্রমুখ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিকে জোরপূর্বক অবৈধভাবে ফসলি জমির মাটিকাটার অভিযোগে রোকন সরদার নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জমি দিতে রাজি না হওয়ায় এবং অভিযোগ করায় রোকন সরদার, আরিফ মাদবর ও আজিজুল অস্ত্রসহ লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘরে হানা দেয় এবং তারা আমাদের ভয় দেখায় আমরা ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারছি না। আমাদের কৃষিজমি জোর করে কেটে ফেলেছে।
কেকে/এএস